সিদ্ধিরগঞ্জে ইয়াবা-মদ-গাঁজাসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ২৯ জন পড়েছেন
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা, দেশীয় তৈরি মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক সময়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।
প্রথম অভিযানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদর্শনগর জামে মসজিদের সামনে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃতের নাম মো. বিল্লাল হোসেন (৩৫)। সে ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পরবর্তী অভিযানে একই দিন ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থানকালীন পুলিশ জানতে পারে, মিজমিজি চৌধুরীপাড়ায় বসতবাড়ির সামনে রাস্তার ওপর দেশীয় তৈরি মদ বিক্রির প্রস্তুতি চলছে। পরে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে। সে ওই এলাকার ওমর ফারুকের ছেলে। তার কাছ থেকে একটি শাহ সিমেন্ট লেখা প্লাস্টিকের ব্যাগে রাখা ১০টি বোতলে মোট ২০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা।
সবশেষ অভিযানটি পরিচালিত হয় সকাল ৭টার দিকে। পুলিশের একটি টিম চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালীন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সানারপাড় এলাকায় একটি বাড়ির সামনে গাঁজা বিক্রির জন্য একজন ব্যক্তি প্রস্তুত রয়েছে। পরে পুলিশ অভিযানে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম মো. রনি ভূঁইয়া (৩৬)। সেই ওই এলাকার বাদশা ভূঁইয়ার ছেলে। তার কাছ থেকে একটি নীল পলিথিনে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
উল্লেখ্য, প্রতিটি অভিযানে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই বজলুর রহমান, এএসআই গৌরাঙ্গ মন্ডল, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল আশরাফ হোসেন ও মাসুদ রানা প্রমুখ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।