চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া
- আপডেট সময় : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২১ জন পড়েছেন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ধরনের চিকিৎসা একজন সংকটাপন্ন রোগীর প্রয়োজন—খালেদা জিয়াকে ঠিক সেই ধরনের উন্নত চিকিৎসাই দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।
ডাঃ জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নতভাবে চিকিৎসা দিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সেটাই তাঁকে দেওয়া হচ্ছে।”
চিকিৎসক দলের মতে, পরিস্থিতি জটিল হলেও প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলছে এবং প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এ সময় গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি দেশের জনগণকে বার্তা দেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যে সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তিনি সেই চিকিৎসাই পাচ্ছেন। কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিকেল সায়েন্স তা অনুমতি দেয় না।




















