ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর ছক্কা মেরে আহত করে সেবা করলেন পান্ডিয়া

শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০ জন পড়েছেন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

অভিযোগে বলা হয়, ঐশী খানের নামে অনুসন্ধানে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে পারিবারিক ব্যয় হিসেবে দেখা যায় ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা। মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। দুদক জানায়, তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মেলে। অনুসন্ধানে তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানের পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের সঙ্গে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি বিবরণী দাখিল করেননি।

দুদক জানায়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ২৭(১) ধারাও প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা

আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

অভিযোগে বলা হয়, ঐশী খানের নামে অনুসন্ধানে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে পারিবারিক ব্যয় হিসেবে দেখা যায় ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা। মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। দুদক জানায়, তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মেলে। অনুসন্ধানে তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানের পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের সঙ্গে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি বিবরণী দাখিল করেননি।

দুদক জানায়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ২৭(১) ধারাও প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।