ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ বছরের সবচেয়ে ছোট দিন আজ ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ পৃথিবীতে টিকে থাকা শুধু ডিগ্রি দিয়ে সম্ভব নয়- প্রয়োজন সততা: সমাজকল্যাণ উপদেষ্টা রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

আদালত পাড়ায় মারধরের ঘটনায় সাখাওয়াতের জামিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৯৮ জন পড়েছেন

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালত এই জামিন মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আদালতে বাদীর ওপর হামলার মামলায় জামিন শুনানি হয়েছে। আদালত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় জনের জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ার পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমার ক্লিন ইমেজকে নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। যারা বাদী হয়েছে, তারাই প্রথমে আইনজীবী সহকর্মীদের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় তারা মামলা দিতে গেলেও সেটি গ্রহণ করা হয়নি।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে আমি নাকি প্রশাসনকে ফোন করে মামলা নিতে নিষেধ করেছি। কিন্তু আমি কখনও কাউকে ফোন করিনি। বরং বিরোধী রাজনৈতিক দলের নেতারা সরকারি আইনজীবীদের আমার বিরুদ্ধে আপত্তি জানাতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, তিনি সবসময় আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন এবং এই মামলায় সত্য প্রকাশ পেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতা প্রমাণিত হবে।

এর আগে গত ২৬ অক্টোবর (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় চেক জালিয়াতি মামলার শুনানিকে কেন্দ্র করে মামলার বাদী, তার স্ত্রী ও শিশু সন্তানদের মারধরের ঘটনা ঘটে। এঘটনায় তাৎক্ষণিকভাবে সাখাওয়াতের বিরুদ্ধে মামলা নিতে না চাইলেও ঘটনার তিন দিন পরে গত ২৯ অক্টোবর মামলা নেয় ফতুল্লা থানা পুলিশ। মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আদালত পাড়ায় মারধরের ঘটনায় সাখাওয়াতের জামিন

আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালত এই জামিন মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আদালতে বাদীর ওপর হামলার মামলায় জামিন শুনানি হয়েছে। আদালত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় জনের জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ার পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমার ক্লিন ইমেজকে নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। যারা বাদী হয়েছে, তারাই প্রথমে আইনজীবী সহকর্মীদের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় তারা মামলা দিতে গেলেও সেটি গ্রহণ করা হয়নি।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে আমি নাকি প্রশাসনকে ফোন করে মামলা নিতে নিষেধ করেছি। কিন্তু আমি কখনও কাউকে ফোন করিনি। বরং বিরোধী রাজনৈতিক দলের নেতারা সরকারি আইনজীবীদের আমার বিরুদ্ধে আপত্তি জানাতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, তিনি সবসময় আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন এবং এই মামলায় সত্য প্রকাশ পেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতা প্রমাণিত হবে।

এর আগে গত ২৬ অক্টোবর (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় চেক জালিয়াতি মামলার শুনানিকে কেন্দ্র করে মামলার বাদী, তার স্ত্রী ও শিশু সন্তানদের মারধরের ঘটনা ঘটে। এঘটনায় তাৎক্ষণিকভাবে সাখাওয়াতের বিরুদ্ধে মামলা নিতে না চাইলেও ঘটনার তিন দিন পরে গত ২৯ অক্টোবর মামলা নেয় ফতুল্লা থানা পুলিশ। মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়।