সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্যাংকলরির ধাক্কায় তরুণীর মৃত্যু, যুবক আহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৩ জন পড়েছেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মৌচাক এলাকায় তেলবাহী ট্যাংকলরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতের এ দুর্ঘটনায় নিহতের সঙ্গী মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
নিহত তরুণী পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে ও আহত যুবক সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে ফতুল্লার পঞ্চবটী যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংকলরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। এসময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, “একটি ট্যাংকলরি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী তরুণী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্যাংকলরিটি জব্দ করি। তবে লরিচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”













