বন্দরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি
বন্দরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি

- আপডেট সময় : ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১০ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দরে আসমত আলী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতানামা চোরেরা বসত ঘরের দরজা ও তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্টীল আলমিরায় রক্ষিত নগদ সোয়া লাখ টাকা,৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন,মূল্যবান মালামাল ও ফ্রিজে থাকা মাছ মাংসও নিয়ে যায়। ২৫ জুলাই রাত সোয়া ৮টায় থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আসমত আলীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২৬ জুলাই বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসমত আলী সন্ধার পর তার ভাড়া বাসায় চলে যায় এবং তার স্ত্রী মমতাজ বেগম ও সন্তানরা তাদের এক অসুস্থ্য আত্নীয় দেখতে গেলে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাতনামা চোরের রুমের রড দিয়ে দরজা ভেঙ্গে আমার বসত রুমে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড়, ফ্রিজ থেকে মাছ ও মাংস নিয়ে যায়। রাত ৯টায় বাড়িতে গিয়ে ঘরের দরজার ও স্টীল আলমিরার তালা ভাঙ্গা দেখতে পান। পরে তাদের স্টীল আলমিরাতে রক্ষিত ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড় এবং ফ্রিজে থাকা মাছ ও মাংস খোয়া দেখতে পান।