ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ বছরের সবচেয়ে ছোট দিন আজ ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ পৃথিবীতে টিকে থাকা শুধু ডিগ্রি দিয়ে সম্ভব নয়- প্রয়োজন সততা: সমাজকল্যাণ উপদেষ্টা রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

চাষাড়ায় পেট্রোল পাম্প থেকে মুসলিম মিয়া নামক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১৮৬ জন পড়েছেন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের নাম পাওয়া গেছে মুসলিম মিয়া (৩৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাকান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা।

সিআইডি জানায়, নিহত মুসলিম মিয়ার পিতা মৃত আলী মিয়া এবং মাতা মৃত সুকুরী বেগম। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।

সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—সেটি জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে মুসলিম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাষাড়ায় পেট্রোল পাম্প থেকে মুসলিম মিয়া নামক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের নাম পাওয়া গেছে মুসলিম মিয়া (৩৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাকান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা।

সিআইডি জানায়, নিহত মুসলিম মিয়ার পিতা মৃত আলী মিয়া এবং মাতা মৃত সুকুরী বেগম। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।

সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—সেটি জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে মুসলিম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।