ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবকে শোকজ 

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ৫৭ জন পড়েছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন ভূইয়া নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় এবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমান-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে লিখিত জবাব জমা দিতে হবে।

নোটিশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এখনো মাহাবুব রহমান বা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ জুন বিকালে রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূইয়া। পরে তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় জাহিদুল ইসলাম বাবুর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। জাহিদুল ইসলাম বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমানের ভাতিজা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবকে শোকজ 

আপডেট সময় : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন ভূইয়া নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় এবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমান-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে লিখিত জবাব জমা দিতে হবে।

নোটিশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এখনো মাহাবুব রহমান বা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ জুন বিকালে রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূইয়া। পরে তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় জাহিদুল ইসলাম বাবুর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। জাহিদুল ইসলাম বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব রহমানের ভাতিজা।