ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৪৪ জন পড়েছেন

 

নারায়ণগঞ্জে ঈদুল আজহার সপ্তম দিনেও ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা এসব মানুষের অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক।

 

শুক্রবার (১৩ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাজা সুজন বলেন, ঈদ পরবর্তী আমাদের যে কর্মসূচি ছিল তা এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সবই সময়মতো ছেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সময়মতো ট্রেন আসা-যাওয়া নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের বারবার অনুরোধ করছি মাস্ক পরে ট্রেনে ভ্রমণ করার জন্য। ঈদযাত্রার শুরু থেকেই এ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে, তার অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। হাতেগোনা দু-একজন ছাড়া প্রায় সবাই মাস্ক ছাড়া এসেছেন।

 

ট্রেন যাত্রী মো. সোহেল জানান, আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে ঈদের ছুটিতে সিলেট গিয়েছিলাম। যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনেরও তেমন শিডিউল বিপর্যয় ছিল না। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই মাস্ক পরছেন না।

 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখন থেকে সবাইকে মাস্ক পরে রাজধানীতে প্রবেশ করতে হবে। বিশেষ করে যারা এখনও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন, তাদের জন্য এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা

আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

 

নারায়ণগঞ্জে ঈদুল আজহার সপ্তম দিনেও ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা এসব মানুষের অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক।

 

শুক্রবার (১৩ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাজা সুজন বলেন, ঈদ পরবর্তী আমাদের যে কর্মসূচি ছিল তা এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সবই সময়মতো ছেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সময়মতো ট্রেন আসা-যাওয়া নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের বারবার অনুরোধ করছি মাস্ক পরে ট্রেনে ভ্রমণ করার জন্য। ঈদযাত্রার শুরু থেকেই এ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে, তার অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। হাতেগোনা দু-একজন ছাড়া প্রায় সবাই মাস্ক ছাড়া এসেছেন।

 

ট্রেন যাত্রী মো. সোহেল জানান, আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে ঈদের ছুটিতে সিলেট গিয়েছিলাম। যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনেরও তেমন শিডিউল বিপর্যয় ছিল না। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই মাস্ক পরছেন না।

 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখন থেকে সবাইকে মাস্ক পরে রাজধানীতে প্রবেশ করতে হবে। বিশেষ করে যারা এখনও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন, তাদের জন্য এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।