ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন: বিপুল ভোটে জয়ের পথে এম. সোলায়মান জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা দুই বছর পর ওমরাহ করতে গিয়ে ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর

নারায়ণগঞ্জে ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১২৬ জন পড়েছেন

 

নারায়ণগঞ্জে ঈদুল আজহার সপ্তম দিনেও ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা এসব মানুষের অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক।

 

শুক্রবার (১৩ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাজা সুজন বলেন, ঈদ পরবর্তী আমাদের যে কর্মসূচি ছিল তা এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সবই সময়মতো ছেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সময়মতো ট্রেন আসা-যাওয়া নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের বারবার অনুরোধ করছি মাস্ক পরে ট্রেনে ভ্রমণ করার জন্য। ঈদযাত্রার শুরু থেকেই এ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে, তার অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। হাতেগোনা দু-একজন ছাড়া প্রায় সবাই মাস্ক ছাড়া এসেছেন।

 

ট্রেন যাত্রী মো. সোহেল জানান, আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে ঈদের ছুটিতে সিলেট গিয়েছিলাম। যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনেরও তেমন শিডিউল বিপর্যয় ছিল না। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই মাস্ক পরছেন না।

 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখন থেকে সবাইকে মাস্ক পরে রাজধানীতে প্রবেশ করতে হবে। বিশেষ করে যারা এখনও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন, তাদের জন্য এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধিতে উদাসীনতা

আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

 

নারায়ণগঞ্জে ঈদুল আজহার সপ্তম দিনেও ফিরছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা এসব মানুষের অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক।

 

শুক্রবার (১৩ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাজা সুজন বলেন, ঈদ পরবর্তী আমাদের যে কর্মসূচি ছিল তা এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সবই সময়মতো ছেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সময়মতো ট্রেন আসা-যাওয়া নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রীদের বারবার অনুরোধ করছি মাস্ক পরে ট্রেনে ভ্রমণ করার জন্য। ঈদযাত্রার শুরু থেকেই এ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে যেসব ট্রেন ঢাকায় এসেছে, তার অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। হাতেগোনা দু-একজন ছাড়া প্রায় সবাই মাস্ক ছাড়া এসেছেন।

 

ট্রেন যাত্রী মো. সোহেল জানান, আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে ঈদের ছুটিতে সিলেট গিয়েছিলাম। যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনেরও তেমন শিডিউল বিপর্যয় ছিল না। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবেই মাস্ক পরছেন না।

 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখন থেকে সবাইকে মাস্ক পরে রাজধানীতে প্রবেশ করতে হবে। বিশেষ করে যারা এখনও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন, তাদের জন্য এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।