বিআইডব্লিউটিএর পরিচালন বিভাগের পরিচালককে বদলি

- আপডেট সময় : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১ জন পড়েছেন
দুর্নীতির অভিযোগ ওঠার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহানকে নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ও অ্যান্ড এম) সালমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে মো. শাহজাহানকে নারায়ণগঞ্জের সোনাকান্দায় বিআইডব্লিউটিএর ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ডিইপিটিসির অধ্যক্ষ পদে ও কর্মস্থলে বদলীপূর্বক পদায়ন করা হলো।
আরও বলা হয়, আদেশ জারির তারিখ হতে বর্ণিত কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়।
তার জায়গায় পদায়ন করা হয়েছে নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাপ্টেন মো. শাহজাহানকে।