ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুব অধিকার পরিষদের দোয়া ও মিলাদ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯ জন পড়েছেন

 

নারায়ণগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জামতলা হিরা কমিউনিটি সেন্টার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষভাবে দোয়া করা হয় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নায়ক, ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও অন্যান্য আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায়।
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন। তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়কদের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে শেখ ছাব্বির রাজ বলেন, “দেশ ও জনগণের অধিকার রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।”
এসময় তিনি সাবেক ঢাকসু ভিপি নূরুক হক নূরের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা একত্রিত হয়ে স্বৈরাচারবিরোধী নীতিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। তারা জানান, নুরুল হক নুর সহ আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা ও দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে অংশ নেওয়া মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ বলেন, “বাংলাদেশের যুবসমাজের ভবিষ্যৎ, দেশ ও জনগণের কল্যাণে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাব এবং কখনোই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে থামব না।”
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য যুবসমাজকে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আজকের দোয়া ও মিলাদ সেই অঙ্গীকারের অংশ। আমরা আশা করি সকল আহত নেতা ও কর্মীরা দ্রুত সুস্থ হয়ে আমাদের সঙ্গে একত্রিত হবেন।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তরুণ সমাজের শক্তি ও ঐক্য প্রদর্শন করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন হয় শান্তিপূর্ণ ও সমৃদ্ধির প্রত্যাশায়।
উল্লেখ্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদ দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে আসছে। নুরুল হক নুরসহ অন্যান্য নেতা-কর্মীদের নেতৃত্বে সংগঠনটি দেশের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুব অধিকার পরিষদের দোয়া ও মিলাদ

আপডেট সময় : ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

 

নারায়ণগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জামতলা হিরা কমিউনিটি সেন্টার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষভাবে দোয়া করা হয় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নায়ক, ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও অন্যান্য আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায়।
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন। তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়কদের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে শেখ ছাব্বির রাজ বলেন, “দেশ ও জনগণের অধিকার রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।”
এসময় তিনি সাবেক ঢাকসু ভিপি নূরুক হক নূরের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা একত্রিত হয়ে স্বৈরাচারবিরোধী নীতিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। তারা জানান, নুরুল হক নুর সহ আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা ও দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে অংশ নেওয়া মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ বলেন, “বাংলাদেশের যুবসমাজের ভবিষ্যৎ, দেশ ও জনগণের কল্যাণে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাব এবং কখনোই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে থামব না।”
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য যুবসমাজকে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আজকের দোয়া ও মিলাদ সেই অঙ্গীকারের অংশ। আমরা আশা করি সকল আহত নেতা ও কর্মীরা দ্রুত সুস্থ হয়ে আমাদের সঙ্গে একত্রিত হবেন।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তরুণ সমাজের শক্তি ও ঐক্য প্রদর্শন করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন হয় শান্তিপূর্ণ ও সমৃদ্ধির প্রত্যাশায়।
উল্লেখ্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদ দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে আসছে। নুরুল হক নুরসহ অন্যান্য নেতা-কর্মীদের নেতৃত্বে সংগঠনটি দেশের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে।