রূপগঞ্জের ডন সেলিম প্রধান আবারও গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৬ জন পড়েছেন
অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা রূপগঞ্জের আলোচিত ডন সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গুলশান থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেলিম প্রধান বারিধারায় একটি অননুমোদিত সীসা বার চালাচ্ছিলেন। ভোররাতে সীসা সরঞ্জামসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।”
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, নগদ টাকা, মদ, পাসপোর্ট, ব্যাংকের চেক, হরিণের চামড়া ও একটি অনলাইন গেমিং সার্ভার জব্দ করে। পরে তিনি জামিনে মুক্ত হন