রাজধানীতে আ.লীগের ‘বিশাল মিছিল’ আয়োজনের বিষয়ে যা জানা গেল

- আপডেট সময় : ০৪:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ জন পড়েছেন
গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয়, উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি। প্রকৃতপক্ষে, গত ১৪ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত ১৪ সেপ্টেম্বর রাজধানী গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
পরে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে MD Al-amin Mahin নামের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জুলাই একই বিক্ষোভ মিছিলের ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।
ভিডিওটির শিরোনামে থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের নয় বরং, বিএনপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয়। এছাড়া মাহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত ১৪ জুলাই প্রচারিত একই মিছিলের একাধিক ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধানও পাওয়া যায়।
পরবর্তীতে যুবদলের ফেসবুক পেজেও একই বিক্ষোভ মিছিলের ড্রোনের সহায়তায় ধারণ করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিলটি গত ১৪ জুলাই রাজধানীর নয়াপল্টন এলাকায় অনুষ্ঠিত হয়।
গুগলম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত নয়াপল্টন এলাকায় ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া মার্কেটে ‘ফেনী অনুবাদ কেন্দ্র’ নামে একটি দোকান দেখতে পাওয়া যায় যা নয়াপল্টনে অবস্থিত। তবে গুগল স্ট্রিট ভিউয়ের ছবিটি ২০২৩ সালের হওয়ায় এবং আলোচিত ভিডিওটি ২০২৫ সালের হওয়ায় উল্লিখিত দোকানের নামের বোর্ডের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ অন্যান্য অঙ্গসংগঠন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের সমর্থনে আয়োজিত কোনো বিক্ষোভ মিছিলের নয়। এছাড়াও ভিডিওটি রাজধানীর গুলিস্তান এলাকারও নয়।
সুতরাং, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমর্থনে বিশাল মিছিল আয়োজিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।