শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সুশৃঙ্খল: প্রেস সচিব
শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সুশৃঙ্খল: প্রেস সচিব

- আপডেট সময় : ০৩:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১০ জন পড়েছেন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে।
শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে শফিকুর রহমানের প্রশংসা করেন শফিকুল আলম। ওই পোস্টে জামায়াতের আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান তিনি।
ওই পোস্টে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইয়ের কথা ভাবছি এবং তাকে আমার দোয়ায় রাখছি। গভীর অনিশ্চয়তার এ সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সকল দলের অনুকরণ করা উচিত। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, ইনশাল্লাহ।’
এদিকে, শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।