ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার বিশ্ব রেকর্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৩ জন পড়েছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে হতাশাজনক ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপ দলে তার অবস্থান নড়বড়ে।

আজ (শনিবার) কিউইদের বিপক্ষে তিনি ছায়া হয়ে থাকলেও বিধ্বংসী ছিলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। থিরুভানান্থাপুরামে তাদের ঝড়ো ব্যাটিংয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

এই ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেছেন কিষাণ। ৪৩ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০৩ রান করেছেন তিনি। সূর্যকুমার ৩০ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৬৩ রান করেন। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন তারা ১০ ওভারের একটু বেশি খেলে।

এছাড়াও ভারতের ইনিংসে ছক্কা হয়েছে আরও সাতটি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মোট ছক্কা ৬৯টি, যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্বরেকর্ড। তারা ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের (৬৪) আগের রেকর্ড। এই ইনিংসে ভারত মোট ২৩ ছক্কা মেরেছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩ ছক্কা হাঁকায়।

ভারত এই ম্যাচে করেছে ৫ উইকেটে ২৭১ রান। এই ফরম্যাটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটা পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রান এই রেকর্ডে সবার উপরে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে হতাশাজনক ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপ দলে তার অবস্থান নড়বড়ে।

আজ (শনিবার) কিউইদের বিপক্ষে তিনি ছায়া হয়ে থাকলেও বিধ্বংসী ছিলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। থিরুভানান্থাপুরামে তাদের ঝড়ো ব্যাটিংয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

এই ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেছেন কিষাণ। ৪৩ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০৩ রান করেছেন তিনি। সূর্যকুমার ৩০ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৬৩ রান করেন। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন তারা ১০ ওভারের একটু বেশি খেলে।

এছাড়াও ভারতের ইনিংসে ছক্কা হয়েছে আরও সাতটি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মোট ছক্কা ৬৯টি, যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্বরেকর্ড। তারা ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের (৬৪) আগের রেকর্ড। এই ইনিংসে ভারত মোট ২৩ ছক্কা মেরেছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩ ছক্কা হাঁকায়।

ভারত এই ম্যাচে করেছে ৫ উইকেটে ২৭১ রান। এই ফরম্যাটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটা পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রান এই রেকর্ডে সবার উপরে।