ধনশ্রী মহবশ ও শেফালীকে নিয়ে বিতর্কের মাঝে যা বললেন চাহাল
- আপডেট সময় : ১০:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৩ জন পড়েছেন
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও জনপ্রিয় ইউটিউবার, কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগে থেকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৫ সালের মার্চে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
কান পেতে শোনা, ধনশ্রীই নাকি প্রতারণা করেছেন এবং খোরপোশ চাইছেন। পরে ধনশ্রী দাবি করে বলেন, আসলে চাহালই সম্পর্কে প্রতারণা করেছেন। তাই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। চাহালকে এ নিয়ে নানা রকমের ব্যঙ্গ-রসিকতা করে নেটিজেনরা।
বিবাহবিচ্ছেদের পর মহবশের সঙ্গে চাহালের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। একসঙ্গে তাদের বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। সম্প্রতি তারা পরস্পরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন। তার ঠিক কয়েক দিনের মধ্যেই এক অনুষ্ঠানে শেফালী বগ্গার সঙ্গে ক্যামেরাবন্দি হন চাহাল। আবার তাকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। তির্যক মন্তব্যে বিদ্ধ হয়ে অবশেষে মুখ খুললেন এ জনপ্রিয় ক্রিকেটার।
ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ালে সেই সম্পর্কও নাকি স্থায়ী হয়নি। খবর ছড়ানোর পরেই ‘বিগ বস’খ্যাত শেফালী বগ্গার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। তারপর থেকে কটাক্ষের শিকার হতে থাকেন চাহাল।
‘কিস কিসকো পেয়ার করু’ নামে কপিল শর্মার একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এক পুরুষের জীবনে একাধিক নারী নিয়ে তৈরি সেই সিনেমা। সেই সিনেমার পোস্টারেই কপিলের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে চাহালের মুখ। আর তার পেছনে ধনশ্রী ভার্মা, মহবশ ও শেফালীর মুখ। এমন একটি ‘মিম’ দেখে মন্তব্য করা থেকে নিজেকে আর আটকাতে পারেননি চাহাল।
সেই সিনেমার নিচে গিয়ে চাহালও রসিকতার সুরেই লিখেছেন, আরে অ্যাডমিন, ২-৩ জনের নাম তো বাকি থেকে গেল। পরের বার গবেষণাটা ভালো করে করবেন।














