সংবাদ শিরোনাম :
মার্কিন দূতাবাসের নির্দেশনা
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৪ জন পড়েছেন
অনুদানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি সাধারণত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবাসংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এ ছাড়া সাধারণ জনগণের জন্য দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা এ পেজের মাধ্যমেই জানানো হয়। তবে বিশেষ পরিস্থিতির কারণে এখন থেকে নিয়মিত পোস্টের পরিবর্তে কেবল জরুরি তথ্যের দিকেই গুরুত্ব দেবে দূতাবাস।
ট্যাগ :














