ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চসিক সাবেক মেয়র মনজু কি আবার বিএনপিতে যোগ দিচ্ছেন?

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১০:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২ জন পড়েছেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম ফের আলোচনায়। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর পক্ষ হয়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। গুঞ্জন উঠেছে তিনি আবার বিএনপিতে যোগদান করছেন।

বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন চসিকের সাবেক এ মেয়র।

এক সময় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করা মনজুর আলম ২০১০ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি দলটির সমর্থনে মেয়র নির্বাচিত হন। দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন। তবে ২০১৫ সালের সিটি নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি রাজনীতি থেকে অবসরের কথা বলেন।

শুক্রবার বিএনপি মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) সংসদীয় আসনের প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থনে নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রান্তিকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি। দেশের কল্যাণের লক্ষ্যে এবং রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে বিএনপি ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হলে ৩১ দফা বাস্তবায়ন হবে। এর ফলে দেশ ও জনগণ উপকৃত হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চসিক সাবেক মেয়র মনজু কি আবার বিএনপিতে যোগ দিচ্ছেন?

আপডেট সময় : ১০:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম ফের আলোচনায়। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর পক্ষ হয়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। গুঞ্জন উঠেছে তিনি আবার বিএনপিতে যোগদান করছেন।

বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন চসিকের সাবেক এ মেয়র।

এক সময় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করা মনজুর আলম ২০১০ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি দলটির সমর্থনে মেয়র নির্বাচিত হন। দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন। তবে ২০১৫ সালের সিটি নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি রাজনীতি থেকে অবসরের কথা বলেন।

শুক্রবার বিএনপি মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) সংসদীয় আসনের প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থনে নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রান্তিকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি। দেশের কল্যাণের লক্ষ্যে এবং রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে বিএনপি ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হলে ৩১ দফা বাস্তবায়ন হবে। এর ফলে দেশ ও জনগণ উপকৃত হবে।