জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির
- আপডেট সময় : ১০:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২ জন পড়েছেন
জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালবাহানা করে আসছে। প্রথমে গণভোটের বিরোধিতা করা হলেও জনচাপের মুখে একইদিনে গণভোট ও সংসদ নির্বাচন মেনে নেওয়া হয়। এখন আবার তারা গণভোট মানে না বলে বক্তব্য দিচ্ছে। জনগণ যখন জবাব চাইছে, তখন বাধ্য হয়ে তারা ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে শুরু করেছে।
তিনি বলেন, জুলাই শহীদদের অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে। এক সময় যারা জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি, তারাই আবার নিজেদের জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।
জুলাই চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, মামলা বাণিজ্য ও নিরীহ মানুষের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব কখনোই জুলাইয়ের আদর্শ হতে পারে না।
তিনি বলেন, অতীতের শাসকরা গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে দেশকে ভয়াবহ অবস্থায় ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার।
নির্বাচন প্রসঙ্গে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান।
ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম। এনসিপির মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম।













