ইসরাইলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯
- আপডেট সময় : ১০:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২ জন পড়েছেন
ফিলিস্তিনে পুনরায় নৃশংস হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে চালানো এ নির্বিচার হামলায় ছয় শিশুসহ অন্তত ২৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী গাজা সিটির জনবহুল এলাকা থেকে শুরু করে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার আল-মাওয়াসি পর্যন্ত লক্ষ্যবস্তু বানিয়েছে। এ নতুন হামলায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
এতে আরও বলা হয়েছে, দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত পুলিশ সদরদপ্তরে। সেখানে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। এর আগে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। সেখানে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ছয়টি নিষ্পাপ শিশুও রয়েছে।













