গানের পাশাপাশি শিক্ষকতাও করেন তিন্নি
গানের পাশাপাশি শিক্ষকতাও করেন তিন্নি

- আপডেট সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১৫ জন পড়েছেন
বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। অডিও এবং স্টেজে নিয়মিত গান করেন। তবে গানের পাশাপাশি শিক্ষকতাও করেন এ সংগীতশিল্পী। নারায়ণগঞ্জের একটি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। মূলত স্কুলটির শিক্ষার্থীদের গান শেখান তিনি।
এরই মধ্যে শিক্ষকতায় এ সংগীতশিল্পী অর্ধযুগ পার করেছেন। এদিকে আজ তার জন্মদিন। দিনটি উদযাপন ও শিক্ষকতা প্রসঙ্গে তিন্নি বলেন, ‘জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। সুস্থ সুন্দরভাবে জীবনটা উদযাপন করে যেতে চাই। আমার মূল পরিচয় আমি একজন সংগীতশিল্পী। গান গাইতেই আমার বেশি ভালো লাগে। শিক্ষকতা করতেও ভালো লাগে।
তিনি বলেন, ছোট ছোট বাচ্চাদের গল্প গানে শিক্ষা দিতে কতটা যে ভালো লাগে তা আসলে ভাষায় প্রকাশের নয়। সবার কাছে দোয়া চাই যেন শিক্ষকতা পেশাতে নিয়মিত থাকতে পারি। গানটাও যেন ঠিকঠাক মতো করে যেতে পারি।’
উল্লেখ্য, তিন্নির কণ্ঠে তার প্রকাশিত শ্রোতাপ্রিয়তা পাওয়া গানগুলো হচ্ছে ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘শতশত রাত’, ‘চেয়েছি তোমায়’।