ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তার স্ত্রী!

বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তার স্ত্রী!

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৯ জন পড়েছেন

বলিউড তারকা বরুণ ধাওয়ান ২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন। গত বছরের শেষ দিকে বাবা হয়েছেন তিনি।

অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তার দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ। খবর আনন্দবাজার অনলাইনের।

মেয়েকে নিয়ে তিনি খুবই সংবেদনশীল। কেউ কোনো ক্ষতি করতে এলে তার চরম পরিণতি করতে দ্বিধা বোধ করবেন না বলেই জানিয়েছেন। যদিও এ মুহূর্তে মেয়ের মাকে নিয়েই ভয়ে রয়েছেন বরুণ। স্ত্রী নাতাশা নাকি যেকোনো সময় বাড়ি থেকে বার করে দিতে পারেন তাকে।

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ। সহঅভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা।

বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।

বরুণ বলেন, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির আওয়া়জ জোরে করা যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বার করে দেবে।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তার স্ত্রী!

বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তার স্ত্রী!

আপডেট সময় : ০৭:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বলিউড তারকা বরুণ ধাওয়ান ২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন। গত বছরের শেষ দিকে বাবা হয়েছেন তিনি।

অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তার দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ। খবর আনন্দবাজার অনলাইনের।

মেয়েকে নিয়ে তিনি খুবই সংবেদনশীল। কেউ কোনো ক্ষতি করতে এলে তার চরম পরিণতি করতে দ্বিধা বোধ করবেন না বলেই জানিয়েছেন। যদিও এ মুহূর্তে মেয়ের মাকে নিয়েই ভয়ে রয়েছেন বরুণ। স্ত্রী নাতাশা নাকি যেকোনো সময় বাড়ি থেকে বার করে দিতে পারেন তাকে।

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ। সহঅভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা।

বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।

বরুণ বলেন, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির আওয়া়জ জোরে করা যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বার করে দেবে।’