শোকাবহ পরিবারের শান্তনা ভাষা জানা নেই : রোজেল
শোকাবহ পরিবারের শান্তনা ভাষা জানা নেই : রোজেল

- আপডেট সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১০ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার বাদ আসর ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন সিদ্দিকী, খন্দকার আক্তার হোসেন, সাইফুল ইসলাম বিপ্লব, মকবুল হোসেন বাবলু, আব্দুল সালাম, সিরাজুল ইসলাম সিরাজ, আরিফ হোসেন, মনির হোসেন, ওমর ফারুক নাঈম,মোকলেসুর রহমান সহ অন্যান্যরা।
জাহিদ হাসান রোজেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবারের পাশে থাকবে বিএনপি। ইতোমধ্যে ভারপ্রাপ্ত তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দিয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শান্তনা ভাষা আমাদের জানা নেই। দ্রুত হতাহতের তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানায়। এছাড়া, যতো দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট মাধ্যমে মরদেহ হস্তান্তরের দাবি জানায়।