খালেদা জিয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
- আপডেট সময় : ০৬:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৩৪ জন পড়েছেন
আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় শোকবিহ্বল ষষ্ঠ দিনে দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জের হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।
তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর। সামনে জাতীয় নির্বাচন। নারায়ণগঞ্জ-৫ আসনসহ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো বিভেদ নয়, কোনো স্বার্থপরতা নয় খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ আসনের মনোনীত প্রার্থীকে জয়ী করে আনতে হবে।
দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন,
বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




















