ফতুল্লায় পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফতুল্লায় পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৭ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
ফতুল্লার ভূঁইগড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য প্রদর্শনকারী দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৯ কেজি পলিথিন ব্যাগ।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ‘তিন ভাই স্টোর’ থেকে ৫ কেজি পলিথিন জব্দ করে ২ হাজার টাকা এবং ‘শরিয়তপুর স্টোর’ থেকে ৪ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।