ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়: গিয়াসউদ্দিন

ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ২১ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে অনুষ্ঠিত হলো ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বুধবার (২৩ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, “ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা যখন বাসায় যাও, তোমার বাবা-মার দিকে তাকাও, দেখবে কতো ভালো লাগে। বাবা-মাকে জড়িয়ে ধরো, দেখবে ভালো লাগবে।”
তিনি আরও বলেন, “ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। ভালো অফিসার হওয়া, ভালো রাজনীতিবিদ হওয়া, ভালো ব্যবসায়ী হওয়া—সবকিছুর আগে ভালো মানুষ হওয়া দরকার। আমাদের দেশে ভালো মানুষের অভাব রয়েছে। দরকার দায়িত্বশীল সুনাগরিক, যে নিজেকে নিয়ে গর্ব করতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “মানবিক গুণাবলী থাকলে শিক্ষা অর্জনের প্রকৃত মূল্যায়ন হয়। শিক্ষা মানে শুধু সনদ নয়, জ্ঞান অর্জন করে তা ভালো পথে কাজে লাগানোই সত্যিকার অর্থে শিক্ষিত হওয়া। একই জ্ঞান ভালো ও খারাপ দু’পথেই ব্যবহার করা যায়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কোন পথে যাবো।”
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আবুল হোসেন, শিক্ষক শিষির ঘোষ অমর, শিক্ষক রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, এইচ. এম. ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মনিরুল ইসলাম এবং সদস্য সচিব আবু সুফিয়ান শুভসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন।
এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা আরও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়: গিয়াসউদ্দিন

ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়: গিয়াসউদ্দিন

আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে অনুষ্ঠিত হলো ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বুধবার (২৩ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, “ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা যখন বাসায় যাও, তোমার বাবা-মার দিকে তাকাও, দেখবে কতো ভালো লাগে। বাবা-মাকে জড়িয়ে ধরো, দেখবে ভালো লাগবে।”
তিনি আরও বলেন, “ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। ভালো অফিসার হওয়া, ভালো রাজনীতিবিদ হওয়া, ভালো ব্যবসায়ী হওয়া—সবকিছুর আগে ভালো মানুষ হওয়া দরকার। আমাদের দেশে ভালো মানুষের অভাব রয়েছে। দরকার দায়িত্বশীল সুনাগরিক, যে নিজেকে নিয়ে গর্ব করতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “মানবিক গুণাবলী থাকলে শিক্ষা অর্জনের প্রকৃত মূল্যায়ন হয়। শিক্ষা মানে শুধু সনদ নয়, জ্ঞান অর্জন করে তা ভালো পথে কাজে লাগানোই সত্যিকার অর্থে শিক্ষিত হওয়া। একই জ্ঞান ভালো ও খারাপ দু’পথেই ব্যবহার করা যায়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কোন পথে যাবো।”
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আবুল হোসেন, শিক্ষক শিষির ঘোষ অমর, শিক্ষক রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, এইচ. এম. ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মনিরুল ইসলাম এবং সদস্য সচিব আবু সুফিয়ান শুভসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন।
এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা আরও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।