রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, আটক ৬
রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, আটক ৬

- আপডেট সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৮ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদন না থাকা সত্ত্বেও পরিচালিত বিভিন্ন আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি ও কুসাবো এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি আবাসন প্রকল্পের পাকা অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৬ জনকে আটক করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা তাছবীর হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, কাঞ্চন, নলপাথর, মায়রবাড়ি, কুসাবো, ভোলাবো ও দাউদপুরসহ বেশ কয়েকটি এলাকায় অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। এসব প্রকল্পে বালু ভরাট, কৃষিজমি গভীর খনন ও ভুয়া দালিলিক কৌশলের মাধ্যমে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
তিনি আরও বলেন, ইস্ট উড সিটি নামে একটি আবাসন প্রকল্প সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করেছে। এতে আশপাশের সাতটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।
বিশেষ করে, অভিযানের প্রথম দিন রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি, ইউএস-বাংলা ও বেস্টওয়ে সিটিসহ ৬টি আবাসন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রিজেন্ট টাউন, ইস্ট উড সিটি ও বেস্টওয়ে সিটিকে সিলগালা করে দেওয়া হয় এবং তাদের অফিস ভবন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া অনুমোদনবিহীন ও প্রতারণামূলক কার্যক্রমে নিয়োজিত ৬জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।