মাদ্রাসা ছাত্রকে পেটালেন যুবলীগ ক্যাডার
মাদ্রাসা ছাত্রকে পেটালেন যুবলীগ ক্যাডার

- আপডেট সময় : ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ২১ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
ফতুল্লার লামাপাড়ায় কিশোর গ্যায়ের সদস্যদের নিয়ে মাদ্রাসা ছাত্রকে পেটালেন যুবলীগ ক্যাডার রাজু।
এ বিষয়ে হামলার শিকার মাদ্রাসার ছাত্র মামুন অর রশিদের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায় গত ১৪ জুলাই ছাদ থেকে বৃষ্টির পানি পড়া নিয়ে মাদ্রাসা ছাত্র মামুনের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসী রাজু। এ ঘটনায় মামুন প্রতিবাদ জানালে সন্ত্রাসী রাজু বাড়ী সামনে বের হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ওৎ পেতে থাকে। মামুন বাড়ী থেকে বের হওয়ার সাথে সাথে রাজু কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে হামলা করে। এ নিয়ে সম্প্রতি সময়ে একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী রাজু বিগত দিনে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এ ছাড়া মাদক ব্যবসা করে থাকে। গত বছর গণঅভ্যুত্থান আওয়ামী সরকারের পতনের পর সন্ত্রাসী রাজু বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সময়ে বক্তাবলীর আলোচিত সন্ত্রাসী পরিবার সামেদ আলীর পুত্র আরিফের মাধ্যমে এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। এলাকার অপর একটি সূত্র জানায়, সন্ত্রাসী রাজু রাতভর একটি হোন্ডা নিয়ে লিংকরোডসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা এবং ছিনতাই চক্রের সঙ্গে জড়িত রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিতে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।