ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে আহত

ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে আহত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ২১ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যানার লাগানোর সময় মো. আলী আকবর শেখ (৫০) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সামনে।
হামলার শিকার মো. আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সামনে হামলার ঘটনাটি ঘটে।
আলী আকবর জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে প্রোগ্রামের ব্যানার লাগানোর সময় মো. নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি তাকে ফোন করে মাদ্রাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভিতরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, “নজরুল প্রথমে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ মারতে যায়। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।”
আলী আকবর আরও দাবি করেন, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে।
তিনি বলেন, “এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শরিফুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। আইনানুগব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে আহত

ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যানার লাগানোর সময় মো. আলী আকবর শেখ (৫০) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সামনে।
হামলার শিকার মো. আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সামনে হামলার ঘটনাটি ঘটে।
আলী আকবর জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে প্রোগ্রামের ব্যানার লাগানোর সময় মো. নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি তাকে ফোন করে মাদ্রাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভিতরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, “নজরুল প্রথমে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ মারতে যায়। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।”
আলী আকবর আরও দাবি করেন, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে।
তিনি বলেন, “এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শরিফুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। আইনানুগব্যবস্থা গ্রহন করা হচ্ছে।