ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
গাছ লাগানো প্রশংসনীয় তবে সড়কে শৃঙ্খলা বেশি জরুরি

বাড়ছে যানজট, বৃক্ষরোপণে ব্যস্ত ডিসি!

 সাব্বির হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১৬ জন পড়েছেন

নারায়ণগঞ্জ শহরে প্রতিদিনই বেড়েই চলেছে যানজট। মূল সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন ও সাধারণ মানুষ। ঠিক এমন সময়, ভিন্ন দৃশ্যপটে দেখা যাচ্ছে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াকে তিনি ব্যস্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে!
নারায়ণগঞ্জের পরিবহন ব্যবস্থায় নেমেছে কার্যত নৈরাজ্য। চাষাড়া, ২নং রেলগেট, বাবুরাইল, খানপুর, ডিএন রোড প্রতিটি এলাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে যানজট। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী কিংবা সাধারণ পথচারী কেউই রেহাই পাচ্ছে না। তীব্র গরমে এই যানজটে নাকাল হয়ে উঠেছে পুরো শহরবাসী।
নগরবাসী বলছেন, সড়কের কোথাও খোঁড়াখুঁড়ি, কোথাও বেপরোয়া অবৈধ পার্কিং আবার কোথাও ট্রাফিক পুলিশের নজরদারির অভাব এসব মিলিয়েই তৈরি হচ্ছে অচলাবস্থা। অথচ এসব সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এই প্রেক্ষাপটে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। কখনো তিনি স্কুলের মাঠে, কখনো শহরের কোনো পার্কে অথবা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছ লাগাচ্ছেন সাথে তোলা হচ্ছে ফটোসেশনও। জেলা প্রশাসনের ফেসবুক পেজ কিংবা বিভিন্ন মিডিয়ায় এসব ছবি ফলাও করে প্রচারও হচ্ছে।
নগরবাসীর অনেকে বলছেন, গাছ লাগানো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে এখন যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ডিসি সাহেব যদি এদিকে একটু নজর দিতেন, তাহলে হয়তো প্রতিদিনের এই যানজট থেকে কিছুটা হলেও রেহাই মিলত।
বিশেষজ্ঞরা বলছেন, একটি শহরের প্রশাসনের দায়িত্ব কেবল উৎসব কিংবা প্রতীকী কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। জনদুর্ভোগ লাঘব করা ও চলমান সমস্যার স্থায়ী সমাধান বের করাই হোক প্রশাসনিক অগ্রাধিকার।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যানজট নিরসনে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা বা দৃশ্যমান পদক্ষেপের ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে নগরীর সচেতন মহল বলছেন,পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই, তবে শহরের যানজট নামক এক ‘দৈত্য’ যখন প্রতিনিয়ত গিলে ফেলছে নাগরিক জীবনের স্বাভাবিক গতি, তখন প্রশাসনের উচিত ব্যালান্সড অগ্রাধিকার নির্ধারণ। না হলে গাছে গাছে সাজানো শহর, অথচ রাস্তায় চলাচলের সুযোগ নেই এই বাস্তবতা আরও গভীর হতাশায় ফেলবে নগরবাসীকে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাছ লাগানো প্রশংসনীয় তবে সড়কে শৃঙ্খলা বেশি জরুরি

বাড়ছে যানজট, বৃক্ষরোপণে ব্যস্ত ডিসি!

আপডেট সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ শহরে প্রতিদিনই বেড়েই চলেছে যানজট। মূল সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন ও সাধারণ মানুষ। ঠিক এমন সময়, ভিন্ন দৃশ্যপটে দেখা যাচ্ছে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াকে তিনি ব্যস্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে!
নারায়ণগঞ্জের পরিবহন ব্যবস্থায় নেমেছে কার্যত নৈরাজ্য। চাষাড়া, ২নং রেলগেট, বাবুরাইল, খানপুর, ডিএন রোড প্রতিটি এলাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে যানজট। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী কিংবা সাধারণ পথচারী কেউই রেহাই পাচ্ছে না। তীব্র গরমে এই যানজটে নাকাল হয়ে উঠেছে পুরো শহরবাসী।
নগরবাসী বলছেন, সড়কের কোথাও খোঁড়াখুঁড়ি, কোথাও বেপরোয়া অবৈধ পার্কিং আবার কোথাও ট্রাফিক পুলিশের নজরদারির অভাব এসব মিলিয়েই তৈরি হচ্ছে অচলাবস্থা। অথচ এসব সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এই প্রেক্ষাপটে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। কখনো তিনি স্কুলের মাঠে, কখনো শহরের কোনো পার্কে অথবা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছ লাগাচ্ছেন সাথে তোলা হচ্ছে ফটোসেশনও। জেলা প্রশাসনের ফেসবুক পেজ কিংবা বিভিন্ন মিডিয়ায় এসব ছবি ফলাও করে প্রচারও হচ্ছে।
নগরবাসীর অনেকে বলছেন, গাছ লাগানো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে এখন যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ডিসি সাহেব যদি এদিকে একটু নজর দিতেন, তাহলে হয়তো প্রতিদিনের এই যানজট থেকে কিছুটা হলেও রেহাই মিলত।
বিশেষজ্ঞরা বলছেন, একটি শহরের প্রশাসনের দায়িত্ব কেবল উৎসব কিংবা প্রতীকী কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। জনদুর্ভোগ লাঘব করা ও চলমান সমস্যার স্থায়ী সমাধান বের করাই হোক প্রশাসনিক অগ্রাধিকার।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যানজট নিরসনে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা বা দৃশ্যমান পদক্ষেপের ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে নগরীর সচেতন মহল বলছেন,পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই, তবে শহরের যানজট নামক এক ‘দৈত্য’ যখন প্রতিনিয়ত গিলে ফেলছে নাগরিক জীবনের স্বাভাবিক গতি, তখন প্রশাসনের উচিত ব্যালান্সড অগ্রাধিকার নির্ধারণ। না হলে গাছে গাছে সাজানো শহর, অথচ রাস্তায় চলাচলের সুযোগ নেই এই বাস্তবতা আরও গভীর হতাশায় ফেলবে নগরবাসীকে।