ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে বেড়ে চলছে মাদক ও অপরাধ,দায়ী পুলিশের নিষ্ক্রিয়তা!

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৪৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে গেল তিন মাসে পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনায় দিন দিন বেড়েই চলেছে হত্যাকান্ড। এতে হতাশ হচ্ছেন নিহতের পরিবার ও স্বজনরা। থানা পুলিশের নিষ্ক্রিয়তায় এসব ঘটনা দিন দিন বাড়ছে বলে মনে করেন সচেতন মহল।
চলতি বছরের ২৩ মে সামান্য চড়-থাপ্পড়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামের এক কিশোরের মৃত্যু হয়। ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেকপাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর দুদিন পর ২৫ মে লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কিসমত মার্কেটের সামনে লেকে মরদেহটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
গত ১১ এপ্রিল পুলিশ মিজমিজি এলাকায় লামিয়া আক্তার, তার শিশুপুত্র আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বোন স্বপ্না আক্তারের লাশ উদ্ধার করেছে বাড়ির আঙ্গিনা থেকে। এর আগে ৪ এপ্রিল সেচ্ছাসেবক দল নেতা শাহিন মিয়াকে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে আহত করে সেচ্ছাসেবক লীগ নেতা সরল ও তার বাহিনীর সদস্যরা। ৭ মার্চ নিখোঁজের দুই দিন পর পোশাক কারখানার শ্রমিক নয়ন মিয়ার লাশ ডিএনডি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
৬ মার্চ আদমজী ইপিজেডে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০টি মোটরসাইকেলে অগ্নিকান্ড, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ২০জন আহত হন।
১৬ জুন আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তা ব্যাংক থেকে ফেরার পথে ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সঙ্গে দুটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে।
রবিবার হীরাঝিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সিদ্ধিরগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। নেশাগ্রস্থ হয়ে পড়ছে যুব সমাজ। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। একেবারেই নাজুক হয়ে পড়েছে চেইন অব কমান্ড। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বেশ নিষ্ক্রিয়তার পরিচয় দিচ্ছে। আগে যেমন ঘটনা ঘটলেই তাৎক্ষনিক তাদের পাওয়া যেত। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও তাদের সাজা নিশ্চিত করতে কাজ করত। বর্তমানে তাদের আর আগের মতো দেখা যায় না। এতে সাধারণ নাগরিকরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
করিম মিয়া নামে আদমজী এলাকার এক বাসিন্দা জানান, বর্তমান থানা পুলিশের কাছে ফোন দিলে কয়েক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে আসে। আর অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে তবে পুলিশের কার্যক্রম নিষ্ক্রিয়। এভাবে চলতে থাকলে পুলিশ তাদের ইমেজ হারাবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িত বেশিরভাগ আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে বেড়ে চলছে মাদক ও অপরাধ,দায়ী পুলিশের নিষ্ক্রিয়তা!

আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে গেল তিন মাসে পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনায় দিন দিন বেড়েই চলেছে হত্যাকান্ড। এতে হতাশ হচ্ছেন নিহতের পরিবার ও স্বজনরা। থানা পুলিশের নিষ্ক্রিয়তায় এসব ঘটনা দিন দিন বাড়ছে বলে মনে করেন সচেতন মহল।
চলতি বছরের ২৩ মে সামান্য চড়-থাপ্পড়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামের এক কিশোরের মৃত্যু হয়। ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেকপাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর দুদিন পর ২৫ মে লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কিসমত মার্কেটের সামনে লেকে মরদেহটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
গত ১১ এপ্রিল পুলিশ মিজমিজি এলাকায় লামিয়া আক্তার, তার শিশুপুত্র আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বোন স্বপ্না আক্তারের লাশ উদ্ধার করেছে বাড়ির আঙ্গিনা থেকে। এর আগে ৪ এপ্রিল সেচ্ছাসেবক দল নেতা শাহিন মিয়াকে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে আহত করে সেচ্ছাসেবক লীগ নেতা সরল ও তার বাহিনীর সদস্যরা। ৭ মার্চ নিখোঁজের দুই দিন পর পোশাক কারখানার শ্রমিক নয়ন মিয়ার লাশ ডিএনডি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
৬ মার্চ আদমজী ইপিজেডে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০টি মোটরসাইকেলে অগ্নিকান্ড, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ২০জন আহত হন।
১৬ জুন আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তা ব্যাংক থেকে ফেরার পথে ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সঙ্গে দুটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে।
রবিবার হীরাঝিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, সিদ্ধিরগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। নেশাগ্রস্থ হয়ে পড়ছে যুব সমাজ। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। একেবারেই নাজুক হয়ে পড়েছে চেইন অব কমান্ড। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বেশ নিষ্ক্রিয়তার পরিচয় দিচ্ছে। আগে যেমন ঘটনা ঘটলেই তাৎক্ষনিক তাদের পাওয়া যেত। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও তাদের সাজা নিশ্চিত করতে কাজ করত। বর্তমানে তাদের আর আগের মতো দেখা যায় না। এতে সাধারণ নাগরিকরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
করিম মিয়া নামে আদমজী এলাকার এক বাসিন্দা জানান, বর্তমান থানা পুলিশের কাছে ফোন দিলে কয়েক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে আসে। আর অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে তবে পুলিশের কার্যক্রম নিষ্ক্রিয়। এভাবে চলতে থাকলে পুলিশ তাদের ইমেজ হারাবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িত বেশিরভাগ আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।