ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
এক দশক পর টটেনহ্যাম ছাড়ছেন এশিয়ার সেরা ফুটবলার?

এক দশক পর টটেনহ্যাম ছাড়ছেন এশিয়ার সেরা ফুটবলার?

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৩ জন পড়েছেন

২০১৫ সালের ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যামের জার্সি গায়ে জড়িয়েছিলেন তর্কসাপেক্ষে এশিয়ার সেরা ফুটবলার সন হিউং-মিন। গত এক দশকে দলের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, পেয়েছেন ক্লাব অধিনায়কত্বও। তার নেতৃত্বেই গত মৌসুমে ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে ১৭ বছরের ট্রফিখরা এবং ৪১ বছরের ইউরোপীয় শিরোপাখরা কাটিয়েছে টটেনহ্যাম।

ক্লাবকে পরম আরাধ্য ট্রফি জেতানোর পর এবার নতুন গন্তব্য খুঁজছেন সন। চলতি দলবদলের উইন্ডোতেই ক্লাব পরিবর্তন করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) সঙ্গে তার প্রতিনিধিদের যোগাযোগ চলছে বলে জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোরফোরটু।

এলএএফসির সঙ্গে আলোচনা এগোলেও তার পারিশ্রমিকের দাবি এখনো ক্লাবটির সামর্থ্যের বাইরে। এমএলএসের নির্ধারিত বেতনের সীমা থাকলেও ‘ডেজিগনেটেড প্লেয়ার’ নিয়মে প্রতি ক্লাব তিনজন খেলোয়াড়কে অধিক পারিশ্রমিকে সই করাতে পারে, যেখানে একটি অংশ লিগ থেকে দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার বাইরে সবচেয়ে বড় কোরিয়ান প্রবাসী জনগোষ্ঠী বসবাস করে লস অ্যাঞ্জেলেসে। আর কোরিয়ানদের মধ্যে সনের জনপ্রিয়তা আকাশচুম্বি। তাই বাণিজ্যিক দিক বিবেচনা করে সনকে মোটা অঙ্কের বেতনে দলে ভেড়াতে পারে এলএএফসি। এমনটা হলে সনের বেতন কাঠামোর একটি অংশ তৃতীয় পক্ষ, যেমন স্পন্সর বা প্রযুক্তি প্রতিষ্ঠান, থেকে আসতে পারে।

সন এখন টটেনহ্যামের সঙ্গে প্রাক-মৌসুম সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। এই সফরের পরই দলবদলের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন ইউরোপীয় ক্রীড়া সাংবাদিকরা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এক দশক পর টটেনহ্যাম ছাড়ছেন এশিয়ার সেরা ফুটবলার?

এক দশক পর টটেনহ্যাম ছাড়ছেন এশিয়ার সেরা ফুটবলার?

আপডেট সময় : ০৬:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

২০১৫ সালের ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যামের জার্সি গায়ে জড়িয়েছিলেন তর্কসাপেক্ষে এশিয়ার সেরা ফুটবলার সন হিউং-মিন। গত এক দশকে দলের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, পেয়েছেন ক্লাব অধিনায়কত্বও। তার নেতৃত্বেই গত মৌসুমে ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে ১৭ বছরের ট্রফিখরা এবং ৪১ বছরের ইউরোপীয় শিরোপাখরা কাটিয়েছে টটেনহ্যাম।

ক্লাবকে পরম আরাধ্য ট্রফি জেতানোর পর এবার নতুন গন্তব্য খুঁজছেন সন। চলতি দলবদলের উইন্ডোতেই ক্লাব পরিবর্তন করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) সঙ্গে তার প্রতিনিধিদের যোগাযোগ চলছে বলে জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোরফোরটু।

এলএএফসির সঙ্গে আলোচনা এগোলেও তার পারিশ্রমিকের দাবি এখনো ক্লাবটির সামর্থ্যের বাইরে। এমএলএসের নির্ধারিত বেতনের সীমা থাকলেও ‘ডেজিগনেটেড প্লেয়ার’ নিয়মে প্রতি ক্লাব তিনজন খেলোয়াড়কে অধিক পারিশ্রমিকে সই করাতে পারে, যেখানে একটি অংশ লিগ থেকে দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার বাইরে সবচেয়ে বড় কোরিয়ান প্রবাসী জনগোষ্ঠী বসবাস করে লস অ্যাঞ্জেলেসে। আর কোরিয়ানদের মধ্যে সনের জনপ্রিয়তা আকাশচুম্বি। তাই বাণিজ্যিক দিক বিবেচনা করে সনকে মোটা অঙ্কের বেতনে দলে ভেড়াতে পারে এলএএফসি। এমনটা হলে সনের বেতন কাঠামোর একটি অংশ তৃতীয় পক্ষ, যেমন স্পন্সর বা প্রযুক্তি প্রতিষ্ঠান, থেকে আসতে পারে।

সন এখন টটেনহ্যামের সঙ্গে প্রাক-মৌসুম সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। এই সফরের পরই দলবদলের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন ইউরোপীয় ক্রীড়া সাংবাদিকরা।