পোশাক নিয়ে আবারও কটাক্ষের মুখে নেহা কক্কর
পোশাক নিয়ে আবারও কটাক্ষের মুখে নেহা কক্কর

- আপডেট সময় : ০৫:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৫ জন পড়েছেন
বলিউড সংগীতশিল্পী নেহা কক্কর। তার নামের সঙ্গে ট্রল, বিতর্ক, সমালোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি দেশের বাহিরে শো করতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল এ জনপ্রিয় সংগীতশিল্পীকে। সঠিক সময়ে শোতে না পৌঁছাতে পেরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন ‘উদ্ভট’ ফ্যাশন সেন্সের জন্য।
সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা কক্কর। এরপরেই কটাক্ষের শিকার হন তিনি। মূলত পোশাকের জন্যই এবার সমালোচনার মুখে এ সংগীত শিল্পী।
ওই ছবিতে নেহাকে হাতে লাবুবু ডল নিয়ে থাকতে দেখা যায়। তার পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীল অন্তর্বাস। এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মেলানো জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেটিজেনরা কঠোর সমালোচনায় মেতে উঠলেন।
ওই ছবির ক্যাপশনে নেহা লেখেন, ‘লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হতে যাওয়া রাতের শোর জন্য খুবই মুখিয়ে আছি।’
ইতিমধ্যে নেহার ওই পোস্টে চার লাখেরও বেশি লাইক পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার।
নেহাকে এমন পোশাকে দেখে সবার জিজ্ঞাসা, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বের হতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন।
ছড়িয়ে পড়া ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছি!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনোদিন ঠিকঠাক কোনো কাজ করেছেন!’ কারো মতে, ‘তাকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারো মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। তার যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’
অনেক নেটিজেন আবার নেহার পোশাককে সুপাম্যানের পোশাকের সঙ্গে মিলিয়েছেন। বলছেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছেন!’