৭-৫ গোলে আলআমিনবাগ বনাম লালপুরের মাঝে জয়পরাজয় ফতুল্লার টাগারপাড়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৪৩ জন পড়েছেন
বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার টাগারের পাড় এলাকায় এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। টুর্নমেন্টে আলআমিনবাগ বনাম লালপুর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ খেলোয়ার হিসাবে অংশগ্রহন করেছেন। টুর্নামেন্টে ৭-৫ গোলে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। খেলায় আলআমিনবাগের পক্ষে অধিনায়ক হিসাবে অংশগ্রহন করেছেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়াল এবং লালপুরের পক্ষে অধিনায়ক হিসাবে অংশগ্রহন করেছেন ৪নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন আহম্মেদ। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪, ৫ এবং ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা। খেলার আয়োজনে সার্বিক তত্বাবদানে ছিলেন আরিফুর রহমান জনি।
এদিকে এই টুর্নামেন্টে লালপুর এলাকার পক্ষে খেলোয়ার হিসাবে যারা অংশগ্রহন করেন তারা হলেন, মাঈনুদ্দিন মেম্বার, রফিকুল ইসলাম রফিক, জয়নাল আবেদীন, মাঈনুদ্দিন মুন্সী, আবদুল মান্নান, জুয়েল বেপারী, নূরুজ্জামান, জহিরুল ইসলাম, মো: আসলাম।
আলআমিন বাগের পক্ষে খেলোয়ার হিসাবে উপস্থিত ছিলেন, আউয়াল মেম্বার, সাজেদুল ইসলাম সেলিম, রবিউল শিকদার, লিটন, সুজন, ফেরদৌস, আকমল, মহিউদ্দিন বাবু, নওশেদ মোল্লা, সাঈদুর রহমান, খোকন এবং দুলাল।
নিউজ ২৫ / ৪ পাতা /২ কলাম/ ছবি ২৫