নারায়ণগঞ্জ শহরের হাকিম মার্কেটে আগুন

- আপডেট সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৩৬ জন পড়েছেন
নারায়ণগঞ্জ শহরের পাইকারি পোষাকের সবচেয়ে বড় মার্কেট হাকিম প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ জুন) সকাল আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে হাকিম প্লাজার তৃতীয় তলায় আগুন লাগে। এক পর্যায়ে পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় চতুর্থ তলায়ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের তৃতীয় তলার একটি দেকানের গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন মার্কেটের বেশ কয়েকজন দোকান মালিক ও কর্মচারীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিংয়ের কাজ চলছে।