ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ান হাইওয়েতে ডাকাতিকালে চিনে ফেলায় যুবকের কবজি কর্তন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১০ জন পড়েছেন

সোনারগাঁ এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ডাকাতিকালে চিনে ফেলায় যুবককে কুপিয়ে কবজি কর্তন করেছে ডাকাত দলের সদস্যরা। রোববার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবককে উদ্ধারের পর রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের মা হেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (২২), আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন, কোবাগা এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীল ছেলে মো. ফাহিম (২৩) এবং পেঁচাইন এলাকায় মো. বাচ্চু মিয়ার ছেলে মো. বাবুসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল এশিয়ান হাইওয়ের বিভিন্ন পয়েন্টে সুযোগ পেলেই চলাচলরত যানবাহনে ডাকাতি করে আসছিল। সাম্প্রতি তারা বস্তল এলাকা গাড়ি গতিরোধ করে ডাকাতি করে। এ সময় স্থানীয় উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে আকাশ তাদের চিনে ফেলেন। বিষয়টি এলাকার কয়কজনকে তিনি সে জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দেয়। গত রোববার বিকালে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সবুজের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে আকাশের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে ও ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করার হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এশিয়ান হাইওয়েতে ডাকাতিকালে চিনে ফেলায় যুবকের কবজি কর্তন

আপডেট সময় : ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁ এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ডাকাতিকালে চিনে ফেলায় যুবককে কুপিয়ে কবজি কর্তন করেছে ডাকাত দলের সদস্যরা। রোববার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবককে উদ্ধারের পর রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের মা হেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (২২), আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন, কোবাগা এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীল ছেলে মো. ফাহিম (২৩) এবং পেঁচাইন এলাকায় মো. বাচ্চু মিয়ার ছেলে মো. বাবুসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল এশিয়ান হাইওয়ের বিভিন্ন পয়েন্টে সুযোগ পেলেই চলাচলরত যানবাহনে ডাকাতি করে আসছিল। সাম্প্রতি তারা বস্তল এলাকা গাড়ি গতিরোধ করে ডাকাতি করে। এ সময় স্থানীয় উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে আকাশ তাদের চিনে ফেলেন। বিষয়টি এলাকার কয়কজনকে তিনি সে জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দেয়। গত রোববার বিকালে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সবুজের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে আকাশের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে ও ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করার হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।