ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আসামি ছিনিয়ে নেয়া স্বেচ্ছাসেবকদল নেতা শান্ত বহিষ্কার

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ৫৫ জন পড়েছেন

সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ শান্ত প্রধানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।

মঙ্গলবার (১৭জুন) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শান্ত খানকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ১২জুন বৃহষ্পতিবার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিপন (২৫) পিতা মোঃ আলী হোসেন পুলিশ কর্তৃক গ্রেফতার করলে শান্ত খান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সেলিম মিয়া নিশ্চিত করেছিলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিপনকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। কিন্তু আসামিকে থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে। মূলত, এসকল বিষয়বস্তুর কারণেই নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ শান্ত প্রধানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। শান্ত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর অনুসারী হিসেবে স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান শান্তর বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া শান্তর সাথে দলের নেতাকর্মীদের কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল ।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসামি ছিনিয়ে নেয়া স্বেচ্ছাসেবকদল নেতা শান্ত বহিষ্কার

আপডেট সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ শান্ত প্রধানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।

মঙ্গলবার (১৭জুন) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শান্ত খানকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ১২জুন বৃহষ্পতিবার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিপন (২৫) পিতা মোঃ আলী হোসেন পুলিশ কর্তৃক গ্রেফতার করলে শান্ত খান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সেলিম মিয়া নিশ্চিত করেছিলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিপনকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। কিন্তু আসামিকে থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে। মূলত, এসকল বিষয়বস্তুর কারণেই নারায়নগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ শান্ত প্রধানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। শান্ত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর অনুসারী হিসেবে স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান শান্তর বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া শান্তর সাথে দলের নেতাকর্মীদের কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল ।