ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ বছরের সবচেয়ে ছোট দিন আজ ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ পৃথিবীতে টিকে থাকা শুধু ডিগ্রি দিয়ে সম্ভব নয়- প্রয়োজন সততা: সমাজকল্যাণ উপদেষ্টা রাসেল গার্মেন্টসে অসন্তোষ, নেপথ্যে মাসুম বিল্লাহ শাজাহানপুরে ট্রাকের নিচে ঢুকে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত, আহত ২ নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পর্ষদ নির্বাচনে ফের এম সোলায়মানের নিরংকুশ বিজয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

বৈরি আবহাওয়া উপেক্ষা করে জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির তোবারক বিতরণ কর্মসূচি

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ১৩৯ জন পড়েছেন

প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় তোবারক বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফতুল্লা থানা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দলীয় নেতাকর্মীদের অনেকেই বৃষ্টি মাথায় করে অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচির শুরুতে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে দরিদ্র ও পথচারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তাঁর বক্তব্য বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখায়। সরকার বিএনপিকে দমন করতে চাইলেও জনগণের হৃদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরও বলেন, গণতন্ত্রের রক্ষক হিসেবে শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। দুর্নীতি, দ্রব্যমূল্য, গণতন্ত্র হরণ ও নির্যাতনের বিরুদ্ধে আজকের আন্দোলনে জিয়ার আদর্শকে ধারন করেই আমরা এগিয়ে যাবো।

প্রধান বক্তার বক্তব্য মাশুকুল ইসলাম রাজীব বলেন, যত বাধাই আসুক, শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা রাজপথে থাকবো। এই তোবারক বিতরণ আমাদের রাজনৈতিক দায়বদ্ধতার অংশ। তিনি আরও বলেন , ভেবেছিলাম  কর্মসূচি হয়তো স্থগিত হবে। কিন্তু নেতাকর্মীদের দৃঢ় মনোবল ও উৎসাহ দেখে স্পষ্ট বোঝা যায়, তারা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করতেই আসেননি, বরং শহীদ জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এসেছেন।

অনুষ্ঠানে আসা সাধারণ নেতাকর্মীদের সাথে কথা বলে জানাযায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ফতুল্লা থানা বিএনপির এ কর্মসূচি জনসচেতনতা ও সাংগঠনিক শক্তির প্রতিচ্ছবি। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই তোবারক বিতরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা—আদর্শকে ধারণ করেই আন্দোলনের পথে এগিয়ে যাওয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহবায়ক সাদেক হোসেন , ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহামুদ মোল্লা,সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া ও প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈরি আবহাওয়া উপেক্ষা করে জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির তোবারক বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

প্রচণ্ড বর্ষণ উপেক্ষা করেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় তোবারক বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফতুল্লা থানা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দলীয় নেতাকর্মীদের অনেকেই বৃষ্টি মাথায় করে অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচির শুরুতে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে দরিদ্র ও পথচারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তাঁর বক্তব্য বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখায়। সরকার বিএনপিকে দমন করতে চাইলেও জনগণের হৃদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরও বলেন, গণতন্ত্রের রক্ষক হিসেবে শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। দুর্নীতি, দ্রব্যমূল্য, গণতন্ত্র হরণ ও নির্যাতনের বিরুদ্ধে আজকের আন্দোলনে জিয়ার আদর্শকে ধারন করেই আমরা এগিয়ে যাবো।

প্রধান বক্তার বক্তব্য মাশুকুল ইসলাম রাজীব বলেন, যত বাধাই আসুক, শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা রাজপথে থাকবো। এই তোবারক বিতরণ আমাদের রাজনৈতিক দায়বদ্ধতার অংশ। তিনি আরও বলেন , ভেবেছিলাম  কর্মসূচি হয়তো স্থগিত হবে। কিন্তু নেতাকর্মীদের দৃঢ় মনোবল ও উৎসাহ দেখে স্পষ্ট বোঝা যায়, তারা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করতেই আসেননি, বরং শহীদ জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এসেছেন।

অনুষ্ঠানে আসা সাধারণ নেতাকর্মীদের সাথে কথা বলে জানাযায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ফতুল্লা থানা বিএনপির এ কর্মসূচি জনসচেতনতা ও সাংগঠনিক শক্তির প্রতিচ্ছবি। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই তোবারক বিতরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা—আদর্শকে ধারণ করেই আন্দোলনের পথে এগিয়ে যাওয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহবায়ক সাদেক হোসেন , ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহামুদ মোল্লা,সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া ও প্রমুখ।