শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৮ জন পড়েছেন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আনিসুল হক ও মোহাম্মদ আব্দুল মান্নান। এ ছাড়া এম এ এন সিদ্দিকী, মো. রফিক জলিল, মো. শফিকুল করিম, মোহাম্মদ ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম, মুনির-উজ-জামান চৌধুরী, সেলিনা চৌধুরী এবং মো. ইকরাম ইকবালও নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান।
আবেদনে বলা হয়, ‘একক উৎসভিত্তিক দরপত্র’ আহ্বানের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস লিমিটেড) পাঁচ বছর মেয়াদে শতকরা ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ (ভ্যাট ও আইটি ব্যতীত) হারে কার্যাদেশ পায়। এর বিপরীতে প্রতিষ্ঠানটি মোট ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে। এতে সরকারের ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৯৮ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
এজাহারনামীয় আসামিরা দেশত্যাগ করতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে উল্লেখ করে আবেদনে বলা হয়, এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।
শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।



















