সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-মুক্তারপুর গ্যাস সরবরাহ বন্ধ
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৬:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৩ জন পড়েছেন
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণকাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে সন্নিহিত এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এতে আরও বলা হয়, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই জরুরি প্রতিকার টিম ঘটনাস্থলে গিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।
ট্যাগ :



















