বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপাচার্য শিক্ষকদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ স্বাভাবিককরণ এবং লাঞ্ছনা ঘটনার দোষীদের দ্রুত শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেন। সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ জিয়া পরিষদ ও ইউট্যাব-এর শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম :
কর্মবিরতির কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫ জন পড়েছেন
গত সোমবার বিকেলে শিক্ষকদের কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করেছেন জামায়াতপন্থী শিক্ষকদের একটি সংগঠন। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো কামাল উদ্দিন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে সহযোগিতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং লাঞ্ছনা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সমাজবিজ্ঞান বিভাগের লামিয়া ইসলাম জানান, ক্যাম্পাস বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে বাড়ি চলে এসেছেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার উপ-উপাচার্যের গাড়ি আটকে দেওয়ার ঘটনা থেকে শুরু করে শিক্ষকদের আটকে রাখার মতো ঘটনায় গত রবিবার কর্মবিরতির ডাক দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ট্যাগ :



















