ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কর্মবিরতির কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫ জন পড়েছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গত রবিবার থেকে চলমান কর্মসূচি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। রাকসু নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার এবং গত ২০ সেপ্টেম্বরের শিক্ষকের লাঞ্ছনার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে উপাচার্যের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপাচার্য শিক্ষকদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ স্বাভাবিককরণ এবং লাঞ্ছনা ঘটনার দোষীদের দ্রুত শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেন। সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ জিয়া পরিষদ ও ইউট্যাব-এর শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম জানান, উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির ভিত্তিতে রাকসু নির্বাচনের কার্যক্রম নির্বিঘ্ন করতে শুক্রবার থেকে কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তবে দ্রুত বিচার এবং নিরাপত্তা ব্যবস্থা না নিলে পুনরায় কর্মসূচি শুরু করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

গত সোমবার বিকেলে শিক্ষকদের কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করেছেন জামায়াতপন্থী শিক্ষকদের একটি সংগঠন। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো কামাল উদ্দিন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে সহযোগিতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং লাঞ্ছনা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রবিবার থেকে শুরু হওয়া শাটডাউন ও কর্মবিরতির কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন। এ কারণে রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার ছুটিও শুরু হবে, যা একাডেমিক পরিবেশের দ্রুত স্বাভাবিক হওয়ার বিষয়ে শঙ্কা তৈরি করেছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সমাজবিজ্ঞান বিভাগের লামিয়া ইসলাম জানান, ক্যাম্পাস বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে বাড়ি চলে এসেছেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছেন।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবি ও সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করে। বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘সাত কর্মদিবসের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শনিবার উপ-উপাচার্যের গাড়ি আটকে দেওয়ার ঘটনা থেকে শুরু করে শিক্ষকদের আটকে রাখার মতো ঘটনায় গত রবিবার কর্মবিরতির ডাক দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্মবিরতির কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গত রবিবার থেকে চলমান কর্মসূচি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। রাকসু নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার এবং গত ২০ সেপ্টেম্বরের শিক্ষকের লাঞ্ছনার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে উপাচার্যের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপাচার্য শিক্ষকদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ স্বাভাবিককরণ এবং লাঞ্ছনা ঘটনার দোষীদের দ্রুত শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেন। সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ জিয়া পরিষদ ও ইউট্যাব-এর শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম জানান, উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির ভিত্তিতে রাকসু নির্বাচনের কার্যক্রম নির্বিঘ্ন করতে শুক্রবার থেকে কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তবে দ্রুত বিচার এবং নিরাপত্তা ব্যবস্থা না নিলে পুনরায় কর্মসূচি শুরু করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

গত সোমবার বিকেলে শিক্ষকদের কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করেছেন জামায়াতপন্থী শিক্ষকদের একটি সংগঠন। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো কামাল উদ্দিন শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে সহযোগিতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং লাঞ্ছনা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রবিবার থেকে শুরু হওয়া শাটডাউন ও কর্মবিরতির কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন। এ কারণে রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার ছুটিও শুরু হবে, যা একাডেমিক পরিবেশের দ্রুত স্বাভাবিক হওয়ার বিষয়ে শঙ্কা তৈরি করেছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সমাজবিজ্ঞান বিভাগের লামিয়া ইসলাম জানান, ক্যাম্পাস বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে বাড়ি চলে এসেছেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছেন।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবি ও সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করে। বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘সাত কর্মদিবসের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শনিবার উপ-উপাচার্যের গাড়ি আটকে দেওয়ার ঘটনা থেকে শুরু করে শিক্ষকদের আটকে রাখার মতো ঘটনায় গত রবিবার কর্মবিরতির ডাক দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।