ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন জনগণের ওপর নির্ভর করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৪ জন পড়েছেন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এবারের নির্বাচনে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা থাকবেন। বর্তমানে মাঠে ৩০ হাজারের মতো সেনা সদস্য আছেন। নির্বাচনের সময় ১ লাখের মতো থাকবেন। এ ছাড়া নৌ ও বিমানবাহিনী থাকবে।

আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড,  আনসার  ও প্রশাসন আছে। নির্বাচন তো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মতৈক্য হয়ে গেলে নির্বাচন করতে সুবিধা হবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের একটা ভূমিকা রয়েছে।’আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা, নির্বাচন নিয়ে আলোচনা ও মাদক সমস্যা নিয়ে আলোচনা হয়।

লুট হওয়া অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশের অনেক সফলতা আছে। অনেক অস্ত্র উদ্ধার করেছে। তার পরও কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। সব জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু ভিন্ন।

এখানে পাহাড়, সমুদ্র আছে। ফটিকছড়ি, রাউজানের অর্ধেক এলাকা পাহাড়, অর্ধেক সমতল। এসব জায়গায় একটু ডিফিকাল্ট। এরপরও অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আরো অস্ত্র উদ্ধার হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি ভালো, তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত অবস্থা নিয়ে তিনি বলেন, ‘মায়ানমার বর্ডার এলাকায় এখন সে দেশের সেনাবাহিনী নেই। এটা পুরোটা আরাকান আর্মির দখলে। তাদের সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর একটা যুদ্ধ চলে। সে এলাকায় আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো কাজ করছে। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের ভেতরে রাখছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে বাংলাদেশের কোনো হুমকি নেই। আমাদের চেষ্টা হচ্ছে দ্রুত তাদের পাঠিয়ে দেওয়ার বিষয়ে।’

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হচ্ছে এই বিষয়ে উপদেষ্টা বলেন, ‘তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এরপর তারা জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি, তারা যেন সহজে আর জামিন না পায়।’

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মি বেঁচে আছে মাদকের ওপর। প্রচুর মাদক আসে। এর পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস যাচ্ছে। এগুলো যেন না যেতে পারে ও মাদক যাতে দেশে না আসে সে ব্যাপারে নির্দেশ দিয়েছি। মাদকটা কক্সবাজার এলাকা দিয়ে আসে। সে কারণে আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি। আশা করি এটা আস্তে আস্তে কমে আসবে।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন জনগণের ওপর নির্ভর করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এবারের নির্বাচনে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা থাকবেন। বর্তমানে মাঠে ৩০ হাজারের মতো সেনা সদস্য আছেন। নির্বাচনের সময় ১ লাখের মতো থাকবেন। এ ছাড়া নৌ ও বিমানবাহিনী থাকবে।

আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড,  আনসার  ও প্রশাসন আছে। নির্বাচন তো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মতৈক্য হয়ে গেলে নির্বাচন করতে সুবিধা হবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের একটা ভূমিকা রয়েছে।’আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা, নির্বাচন নিয়ে আলোচনা ও মাদক সমস্যা নিয়ে আলোচনা হয়।

লুট হওয়া অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশের অনেক সফলতা আছে। অনেক অস্ত্র উদ্ধার করেছে। তার পরও কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। সব জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু ভিন্ন।

এখানে পাহাড়, সমুদ্র আছে। ফটিকছড়ি, রাউজানের অর্ধেক এলাকা পাহাড়, অর্ধেক সমতল। এসব জায়গায় একটু ডিফিকাল্ট। এরপরও অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আরো অস্ত্র উদ্ধার হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি ভালো, তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত অবস্থা নিয়ে তিনি বলেন, ‘মায়ানমার বর্ডার এলাকায় এখন সে দেশের সেনাবাহিনী নেই। এটা পুরোটা আরাকান আর্মির দখলে। তাদের সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর একটা যুদ্ধ চলে। সে এলাকায় আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো কাজ করছে। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের ভেতরে রাখছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে বাংলাদেশের কোনো হুমকি নেই। আমাদের চেষ্টা হচ্ছে দ্রুত তাদের পাঠিয়ে দেওয়ার বিষয়ে।’

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হচ্ছে এই বিষয়ে উপদেষ্টা বলেন, ‘তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এরপর তারা জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি, তারা যেন সহজে আর জামিন না পায়।’

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মি বেঁচে আছে মাদকের ওপর। প্রচুর মাদক আসে। এর পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস যাচ্ছে। এগুলো যেন না যেতে পারে ও মাদক যাতে দেশে না আসে সে ব্যাপারে নির্দেশ দিয়েছি। মাদকটা কক্সবাজার এলাকা দিয়ে আসে। সে কারণে আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি। আশা করি এটা আস্তে আস্তে কমে আসবে।’