আজমেরী ওসমানের ক্যাডার ও মাদক ব্যবসায়ী আপেল গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৬ জন পড়েছেন
২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১১.২৫ ঘটিকার সময় ফতুল্লা থানা পুলিশের এসআই(নিঃ) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক টিম জামতলা এলাকা থেকে তমিজ উদ্দিন খন্দকার @ আপেলকে গ্রেফতার করেছে। সে জামতলা এলাকার মৃত মেজবাহ উদ্দিন খন্দকার, মাতা-জোসনা বেগমের ছেলে। ৭৩/১ জামতলা, ধোপাপট্টি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারকৃত আপেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে। আপেল ছিল আজমেরী ওসমানের ক্যাডার।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শরিফুল ইসলাম জানায়, এস আই মিলন ফকিরের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ফতুল্লা থানায় রয়েছে। সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

























