রনি দাবি করেন, ‘মার্কিন ডিপস্টেট পলিসিতে শেখ হাসিনা বড় বাধা ছিলেন। তাই তাকে সরিয়ে পার্বত্য চট্টগ্রামসহ একটি ডিপস্টেট বানাতে প্রস্তুতি নিচ্ছে মার্কিনরা।
মার্কিন ডিপস্টেট পলিসিতে বড় বাধা ছিলেন শেখ হাসিনা : গোলাম মাওলা রনি
- আপডেট সময় : ০৫:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১ জন পড়েছেন
তিনি বলেন, ‘বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের সম্পর্ক এখন দা-কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের মধ্যে প্রথম বিতণ্ডটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে।
১৯৫৩ সাল থেকে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন তাদের পলিসির ধারাবাহিকতা চালু রেখেছেন বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি। তার দাবি, সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট। রনি বলেন, ‘সেই ধারাবাহিকতায় পাকিস্তান আমলেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে ওঠে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে। তারা তাদের যে ডিপস্টেট পলিসি সেই পলিসিতে সামনের সারির বাধাটা হলেন শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে ডিপস্টেট পলিসি বাস্তবায়ন করার জন্য, বার্মা বাস্তবায়ন করার জন্য তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে এখানে সমস্যা হচ্ছে, ভারতের কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাচ্ছে না আমেরিকা।’






















