ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এপনিক পলিসি সিগ কো-চেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৪ জন পড়েছেন

ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৬০তম সম্মেলনে এপনিক পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) এর চেয়ার ও কো-চেয়ার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর।

নির্বাচনে পলিসি সিগ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা এবং কো-চেয়ার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন।

শায়লা শারমিন তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টোফার হকারের চেয়ে ১১১ ভোট বেশি পেয়ে পুনঃনির্বাচিত হন। শায়লা শারমিন পেয়েছেন ১৮২ ভোট এবং ক্রিস্টোফার হকার পেয়েছেন ৭১ ভোট।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ের মধ্যে শায়লা শারমিন একটি পরিচিত নাম। পেশাগতভাবে তিনি এপনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। আইএসপি, এন্টারপ্রাইজ এবং ব্যাংকিং খাতে তার এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এপনিক কমিউনিটি প্রশিক্ষক এবং বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এপনিক পলিসি সিগ হলো এপনিকের একটি প্রধান ফোরাম যেখানে আঞ্চলিক ইন্টারনেট সম্প্রদায় ইন্টারনেট নাম্বার রিসোর্স (আইপিভি৪, আইপিভি৬ এড্রেস এবং অটোনোমাস সিস্টেম নম্বর) সম্পর্কিত নীতিগুলো নিয়ে আলোচনা এবং নীতি প্রণয়ন করে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এপনিক পলিসি সিগ কো-চেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন

আপডেট সময় : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৬০তম সম্মেলনে এপনিক পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) এর চেয়ার ও কো-চেয়ার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর।

নির্বাচনে পলিসি সিগ চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা এবং কো-চেয়ার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন।

শায়লা শারমিন তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টোফার হকারের চেয়ে ১১১ ভোট বেশি পেয়ে পুনঃনির্বাচিত হন। শায়লা শারমিন পেয়েছেন ১৮২ ভোট এবং ক্রিস্টোফার হকার পেয়েছেন ৭১ ভোট।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ের মধ্যে শায়লা শারমিন একটি পরিচিত নাম। পেশাগতভাবে তিনি এপনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। আইএসপি, এন্টারপ্রাইজ এবং ব্যাংকিং খাতে তার এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এপনিক কমিউনিটি প্রশিক্ষক এবং বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এপনিক পলিসি সিগ হলো এপনিকের একটি প্রধান ফোরাম যেখানে আঞ্চলিক ইন্টারনেট সম্প্রদায় ইন্টারনেট নাম্বার রিসোর্স (আইপিভি৪, আইপিভি৬ এড্রেস এবং অটোনোমাস সিস্টেম নম্বর) সম্পর্কিত নীতিগুলো নিয়ে আলোচনা এবং নীতি প্রণয়ন করে।