ট্রাম্প-পুতিনের ফোনালাপ শিগগিরই, ইউক্রেন সংকট সমাধানে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্প-পুতিনের ফোনালাপ শিগগিরই, ইউক্রেন সংকট সমাধানে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩ জন পড়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটন সংলগ্ন অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পুতিনের সঙ্গে কথা হবে। ইউক্রেন সংঘাত নিরসন প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, আমরা এটি সমাধান করব। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি সমাধান করতে পারব।
এর আগে ৪ সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পুতিন জানান, আলোচনায় মূলত ইউক্রেন সংকট সমাধান নিয়েই কথা হয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশের আহ্বান জানান এবং সহযোগিতা পুনরায় শুরু করার কথা বলেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।