এক ফেসবুক পোস্টে তিনি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, পুরো রাজনৈতিক জীবন বাদ দিলাম ডাকসুকেন্দ্রিক শিবিরের যত কুরুচিপূর্ণ কথার শিকার আমি হয়েছি কেউ কি এর ব্যাখা দেবেন? লীগ এসে আমার ফ্যামিলির মানুষজনকেও বাদ দেয়নি কুরুচিপূর্ণ কথা বলাতে। জামায়াত শিবিরও এর ব্যতিক্রম নয়।
তিনি বলেন, আমি চেমন ফারিয়া ইসলাম মেঘলা সারাজীবন এত কাজ করেছি যে আমি নিজেই গুনতে পারব না।