সংবাদ শিরোনাম :
রাজনীতির ওপরে সবকিছুরই মারাত্মক প্রভাব আছে : খালেদ মুহিউদ্দীন

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ জন পড়েছেন
খালেদ আরো বলেন, বিশ্বাস না করতে গিয়ে সে হচ্ছ এমন কিছু লোকের ওপর বিশ্বাস করা শুরু করল যে লোক তার জানাটাকে বুস্ট করে। গণমাধ্যমের প্রতি সাধারণ একজন ভোক্তার এখন আর ফ্যাক্ট দরকার নাই। তার দরকার হচ্ছে বায়াস। মনে করেন আমি সাদা দলের সাপোর্টার। আমি খালি খুঁজবো কে সাদা দলের হয়ে কথা বলে। কে সাদা দলের হয়ে খুব জোরে কালো দলকে একটা গালি দিতে পারে। এমনভাবে দেয় মনে হয় যে স্ক্রিন ফুইরা বাইর হয়ে চলে আসতেছে। ওইটা যে করতে পারে আমি হচ্ছে সেই গণমাধ্যমরে আপন ভাবি।
ট্যাগ :