নতুন স্বাধীনতার সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে: মাওলানা ফেরদাউসুর রহমান

- আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৯ জন পড়েছেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির কাসেমীর পক্ষে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুরেরপাড় এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বাদ যোহর আলীরটেক ইউনিয়নের কুরেরপাড় এলাকায় এ সভার আয়োজন করেন স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মাওলানা শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেম সমাজের শীর্ষস্থানীয় নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, স্বাধীনতার পরবর্তীকালে আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে। এ সুযোগটি আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং এলাকার উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সততা ও ন্যায়ের পথে কাজ করতে হবে। “আমাদের যে সুযোগ এসেছে তা যদি অপচয় করি, তাহলে ভবিষ্যতে আর ফিরে পাওয়া কঠিন হবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসেন, তাজুল ইসলাম আব্বাস, মুফতি দেলোয়ার, মোহাম্মদ ওসমান গনী, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাঈদ সরকার, হাফেজ মশিউর রহমান ও হাফেজ হানজালা প্রমুখ।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি দেন। একইসাথে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।