ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১১ এর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪২ জন পড়েছেন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর একটি বিশেষ অভিযান চালিয়ে ৬ জন ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি সোমবার (১১ আগস্ট) আদমজীনগরে র্যাব-১১ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, “সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করি। এরপরই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।”
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র, ধারালো চাপাতি, ছুরি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য বলে র্যাব জানায়। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি ও মাদক পাচারে জড়িত ছিল।
লে. কর্নেল সাজ্জাদ আরও বলেন, “আমাদের এই অভিযান চলমান থাকবে। মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয় পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে